২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের এই সংগঠন টি কিছু সাফল্যমূলক কাজ করেছে। এই সংগঠন টি যখন আমরা শুরু করি তখন এটির সদস্য সংখ্যা ছিল মাত্র ৫ জন। কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৩০ জনের মতো। নিচে এর বিগত দিনের কিছু সাফল্য তুলে ধরা হলো:


১। শিক্ষা ভাতা এর ব্যবস্থা করা:

২০১৯ সালে একজন শিক্ষার্থীর শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়। উল্লেখ্য উক্ত শিক্ষার্থীর পরিবার অর্থনৈতিক ভাবে অসচ্ছল ছিল। তার পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। সে অনেক কষ্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক অসচ্ছলতার জন্য পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল।

আমরা আমাদের এসোসিয়েশন এর মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শ্রদ্ধেয় জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা স্যারের সাহায্যে তাকে একটি মাসিক শিক্ষা ভাতা এর ব্যবস্থা করে দেই। বর্তমানে সে আশার আলো দেখছে। তার পড়ালেখা আবার চালু হয়েছে। আশা রাখি সে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 


২। বৃক্ষরোপণ কর্মসূচি :

এই বছর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এসোসিয়েশন থেকে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। 

গত ১৭ই মার্চ ২০২০ ইং তারিখে খোর্দ্দ কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। 

এই কর্মসুচির আওতায় ৬নং কাফ্রিখাল ইউনিয়ন এর প্রায় ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ প্রায় ৩০০ টি বৃক্ষরোপন করা হবে। করণাকালীন জটিলতার কারণে এই কর্মসূচি আপাতত বন্ধ আছে। এই জটিলতা কেটে গেলে শীঘ্রই এই কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা হবে। 

glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
খোর্দ্দ কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাম গাছ রোপণ


glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
খোর্দ্দ কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষ্ণচূড়া গাছ রোপণ 


glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
খোর্দ্দ কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাঁঠাল গাছ রোপণ


৩। বই-পুস্তক দিয়ে সাহায্য :

গত ২০১৯ সালে একজন ভর্তি পরীক্ষার শিক্ষার্থীর পারিবারিক অসচ্ছলতার কারণে সে বই কিনতে না পারায় তাকে এসোসিয়েশন থেকে এডমিশন এর বই কিনে দেওয়া হয় যাতে সে তার এডমিশন এর পড়ালেখা চালিয়ে যেতে পারে। 

এভাবে আমরা আমাদের ইউনিয়ন এর শিক্ষার্থীদের সাহায্য করতে চাই। যাতে করে আমাদের ইউনিয়ন এ সার্বিক শিক্ষার মান এর উন্নয়ন ঘটে। 



৪। সদস্য সংগ্রহ :

আমাদের সংগঠন টি শুরু হয়েছিল মাত্র ৫ জন বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীদের নিয়ে। এটা খুবই সামান্য যে আমরা মাত্র ৫ জন নিয়ে এই এসোসিয়েশনের যাত্রা শুরু করি। কিন্তু বর্তমানে আমাদের এসোসিয়েশন এ সারা বাংলাদেশের পারি ৩০ জনের মতো শিক্ষার্থী আছে। এবং দিন দিন এটা বেড়ে চলেছে। এটা আমাদের জন্যে একটি সাফল্য বলে মনে করি। 

আশা রাখি ভবিষ্যতে আমাদের এসোসিয়েশন টি একটি বড় এবং সার্থক এসোসিয়েশন হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। এজন্য সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন এর সদস্য সংগ্রহের দিন 
 


৫। সংবর্ধনা দেওয়া :

বিগত ২০১৯ সালে আমরা ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন এর জে এস সি , এস এস সি , এইস এস সি এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল এ চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেই। 

এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মো: জাকির হোসাইন সরকার , চেয়ারম্যান , মিঠাপুকুর উপজেলা। সফলতার সাথে আমরা এটি সম্পন্ন করেছি। মূলত শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া ছিল আমাদের মূল লক্ষ্য। 

প্রতি বছর এই সংবর্ধনা অনুষ্ঠান অব্যাহত থাকবে। 

glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
Glorious Students Association (GSA)


glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
Glorious Students Association (GSA)


glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
Glorious Students Association (GSA)


glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
Glorious Stuents Association (GSA)


glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
Glorious Students Association (GSA)

ভিডিওঃ


৬। রক্ত দান কর্মসূচি :

আমরা নিয়মিত রক্ত দেন কর্মসূচির আয়োজন করে থাকি। একের রক্ত অন্যের জীবন। আমরা সবসময় চেষ্টা করি মুমূর্ষু রোগীদের রক্ত দিতে। আমাদের এসোসিয়েশনের সদস্যরা এব্যাপারে খুবই আন্তরিক। এবং আমরা সফলতার সাথে এ কাজটি করে আসছি। 

আশা রাখি ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে পারব। শুধু শিক্ষা না আমরা চেষ্টা করি এসোসিয়েশনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর। 

glorious students association gsa গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন জি এস এ
Glorious Students Association (GSA) blood donation. Blood donated by Biplob.


৭। এডমিশনের সময় যাতায়াত ও থাকার ব্যবস্থা :

বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের প্রধান সমস্যা হলো দূর দূরান্তে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় কোথায় থাকবো কিভাবে যাবো এসব নিয়ে সমস্যা হয়। আমরা চেষ্টা করি এসব সমস্যার সম্মুখীন যাতে আমাদের ইউনিয়ন এর কোনো শিক্ষার্থী না হয়। 

আমরা গত বছর গুলোতে সফলতার সাথে অনেককেই এভাবে তাদের যাতায়াত পরামর্শ সহ থাকার ব্যবস্থা করে দিয়েছি। যেটা নিঃসন্দেহে আমাদের বড় একটি পাওয়া। যে সমস্যায় আমরা পড়েছি আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী ছোট ভাই বোনেরা এই সমস্যা গুলোর সম্মুখীন হউক। 


৮। এডমিশন এর ফরম পূরণ ও এককালীন সহযোগিতা :

এডমিশন এর সময় সব চাইতে বড় সমস্যা হলো আমরা অনেকেই জানি না কোথায় কোথায় কোথায় ফরম তোলা উচিত কিংবা কোথায় ফরম তুল্লে ভালো হবে।  এক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে আসছি শিক্ষার্থীদের। আমরা চাই না , আমাদের ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন এর শিক্ষার্থীদের সমস্যা হোক। 

তাছাড়াও যাদের অর্থনৈতিক অসচ্ছলতা আছে , অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ফর্ম তুলতে পারেন না আমরা তাদের ফর্ম তোলা বাবদ এক কালীন একটা অর্থ দিয়ে সাহায্য করে থাকি। এইগুলো আমরা সফলতার সাথে দুই বছর থেকে আমাদের এসোসিয়েশনের মাধ্যমে করে আসছি এবং সামনের দিন গুলোতে এই ধারা অব্যাহত থাকবে। 


বিঃ দ্রঃ আমরা এখানে যাদের সাহায্য করেছি তাদের কারো নাম বা ছবি প্রকাশ করি নি। আমরা চাই না কারো সামাজিকতায় কোনো প্রভাব পড়ুক বা সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হোক। ছবি , নাম বা পাবলিসিটি এই গুলার চেয়ে মানুষকে মন থেকে সাহায্য করাই আমাদের এসোসিয়েশনের মূল উদ্দেশ্য।